হিম
জয়শ্রী বসু
*””””””*
তুমি আর কবিতা লেখ না, কবি
নিভৃত আকাঙ্ক্ষার পরাবৃত্তে,
ভোরের শিশিরে
তোমার বিন্দু বিন্দু কবিতা,
ছুঁয়ে যায় শীতার্ত তৃণের নিশান্ত শরীর।
তোমার ছন্দ মাত্রাবৃত্ত,
দুপুরের রোদে,
জড়ায় না আমার হিম গ্রন্থি
আদরের উষ্ণতা ওমে।
বলেনা উষ্ণ হও তুমি।
তবু , হেমন্ত রোদ জমিয়ে রাখি।
গোপন বৃক্ষকোঠরে।
তবুও হিম ঝরে যায়—-
ঝরে যাওয়া রাতে
গৈরিক ঝরে যাওয়া পাতা,
উড়ে যায় সমাপ্তির বিষন্ন বলয়ে ।
তোমার অক্ষর
পদ্মের রশ্মি স্পর্শ ,
আগ্রহের মত ।
আমার একান্ত স্বপ্ন,
সুবাসিত ঘুম,বিরহিত শীতার্ত প্রহর
অক্ষর জ্বলে না ,জ্যোৎস্না প্রদীপ
নিভে যায় মেঘে ।
অবহেলা, ঝরে যায় হাসনুহানার ফুল ,
নিদ্রার অবকাশ দীর্ঘ থেকে দীর্ঘতম হয়,
তোমাকেই খুঁজি ।
যে মনে তুমি আছো,
সেখানে জমানো যায় না হিম অন্ধকার ।