হান্নান বিশ্বাস
সব কাজ ওরা করে…..
চাষ করে,হাল ধরে ইঁটের পর ইঁট সাজায়।
শীত,বর্ষা, গ্রীষ্মের চরম দিনগুলো
ওরা খেটে খেটে পার করে।
তেষ্টায় বুক ফাটে, রৌদ্রে ছাতি ফাটে
তবুও চলে মাঠে ঘাটে!
শরীর নেতিয়ে পড়ে চোখ ভিজে যায়,
নোনা ঘামে………..
তবুও মনিবের তৃষ্ণা মেটে না।
চলো চলো ছুটে সময়ের আগে,
সঙ্গে দুটি রুটি,গলা ভেজানো মত জল
লাঙল,কোদাল ইত্যাদি ……..
নাজেহাল সংসার, দুটো পয়সা দরকার।
তাই ইঁট কাটা, পাথর ভাঙা ইত্যাদি ইত্যাদি…
শ্রম চাই, শুধু শ্রম!
মানুষের মূল্য যে নাই!
ওরা ঘর বানায়,রাস্তা করে পরের জন্য,
ফসল ফলায়
অন্যের মুখে অন্ন তুলে দিতে।
ওরা ঘামের নয়, কামের দাম নেয় সামান্য।
ওরা ভোট করে রাজা বানায় আকাঙ্খায়,
প্রাণও দেয় নির্দিধায়!
ওদের সময় নাই মন্দির মসজিদে সময়
কাটানোর,শুধু তোমাদের জন্যই।
ঈশ্বরও ওদের ছাড়েনা কখনোই!
উড়িয়ে দেয় ঘরবাড়ি,পাওনা গণ্ডা
মিটিয়ে চলে যায়!
তাই অসহায় ওরা! চরম অসহায়!