মনীষা তোমার গায়ে হলুদ হলো না
বাবা মা কত আশা মনে বুনেছিল
তোমার বিয়েতে বাজনা বাজবে,
বিয়ে হবে বাড়ির উঠোন নিকিয়ে।
তাদের সব আশা শেষ হয়ে গেল
পাশবিক অত্যাচারের বন্য নেশায়।
জাতপাত নয় চাই সুঠাম নারী দেহ
আমাদের মানুষ হতে এখনো দেরী,
দীর্ঘ সময় লাগবে রক্তশোধনের জন্য।
হাথরাস মনে করিয়ে দিচ্ছে নির্ভয়াকে
মনে পড়ছে কামদুনির মেয়েটির কথা,
সব জায়গায় একই জিনিস গণধর্ষণ।
সর্বত্র শোনা যাচ্ছে ধর্ষণের পদধ্বনি
স্কুল বাসের মধ্যে গাড়ির কাকুরা-
বিদ্যালয়ের নিরাপত্তায় কামুক শিক্ষক।
পাড়ার দাদা কাকা মামা ও দাদুরা
প্রেমের প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতে
বন্ধুরা নিঃশব্দে খুঁজে নেয় ফাঁকফোকর।
মনীষা তোমার গায়ে হলুদ পড়লো না
তোমার কষ্ট আমাদের সমাজের লজ্জা,
বিচারের বিচার হবে মানুষের দরবারে।
তুমি জানবে না সে-তো হতে পারে না?
নিশ্চিত একদিন শান্তি পাবো আমরা –
তোমার দৈহিক নির্যাতনের ন্যায় বিচারে।
————————————————————-