Spread the love

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
🙏প্রার্থণা🙏
✍️কবি-হরিহর বৈদ‍্য✍️
মোহনপুর,ডায়মণ্ড হারবার
🌱 🌱 🌱 🌱 🌱 🌱

আজ চেয়ে দেখ চারিধার-
কত শুনসান্ পথঘাট,
দেখে সবাই হচ্ছে অবাক –
আর ভাবছে,এ-কেমন দেশের সাজ।

জনপ্রাণী নেই কোথাও
চলছে নাকো গাড়ি,
লক্-ডাউনের আইন মেনে
আছেন সবাই বাড়ি।

যেখানেই যাও সেখানেই আজ
শুধু করোনার পরিনাম,
হচ্ছে নাতো আগের মত
কোথাও ট্রাফিক জ‍্যাম্।

সভা-সমাবেশ কিংবা কোথাও
ধর্মের আলোচনা,
লোক-সমাগম রোধ করিতে
বন্ধ পূজার্চণা।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
করোনা বলছে-বাইরে বেরনা,
আমি আছি যমরাজ।
গৃহ-বন্দী হয়ে সবাই
ঝেড়ে ফেল সব কাজ।

দেখবি যদি পৃথিবীটাকে
ঘরের মধ্যে থাক,
ভুলে গিয়ে কাজ, নিজেকেই আজ
নিজেই বন্দী রাখ।

দেখেনি কখনো এমন চিত্র
এর আগে কেউ কভু,
এ-কেমন তোমার বিচার
হে দয়াল বিশ্ব-প্রভু!

বাঁচাবারে প্রাণ হোল বলীদান
কত সমাজসেবী ডাক্তার,
করোনা নিঃশেষ হলেও তারা যে
ফিরবেনা কভু আর!



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
করহে মোদের পরিত্রান
এই সঙ্কট হতে তাই,
অন্তর্যামী তুমি হে-বিধাতা
সদা তোমার -ই জয় গাই।

প্রাণ খুলে লোকে,এ-বিশ্বটাকে
দেখুক আরও যুগ-যুগ।
করোনা নিঃশ্ব হলে এ-বিশ্ব
আনন্দে ভরিবে বুক।।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *