করোনায় করুণ পরিস্থিতি
কবি -হরিহর বৈদ্য
করোনার ফলে আজ ঘরে ঘরে
একে-অপরের পর।
এমন চিত্র দেখিনাই আগে
বলে,আমি বাঁচি তুই মর।
বাবা ভুগিছে কভিড্ নাইন্টিনে
একটুক জল চায়।
করোনার ভয়ে যায় সরে দূরে,
যদি পাছে সেও মারা যায়!
যেদিকে তাকাই মৃত্যু -মিছিল
মানুষের হাহাকার।
এমন জীবাণু মারছে মোদের
ওষুধ নেই যে তার।
করোনা যাহার ছোঁবে একবার
কে বাঁচাবে আজ তাকে?
বাঁচার আশায় সারা দেশ তাই
লকডাউন করে থেকে।
পথমাঝে কেহ আটকা পড়েছে
ফিরতে পারেনা ঘর।
রাস্ত-সড়ক শুনশান আজ
বিহ্বল চরাচর।
চলার গতি স্থম্ভিত জাতির
লুন্ঠিত মেরুদণ্ড ।
করোনার ভয়ে কাঁপে থর-থর
পৃথিবীর হৃদপিণ্ড।
করোনা আজ আনছে ডেকে
এক সাংঘাতিক মরণ।
তাই মানবো নিয়ম লকডাউনের
সকল জনগন।
বিপদ যতোই আসে আসুক
কাঁপুক ত্রিভুবন।
লড়বো সবাই, করবো নাকো
আত্মসমর্পণ।