Spread the love

বি পরিচিতি :

আমি বিমান প্রামানিক,আমার পিতা আনন্দ প্রামানিক এবং মাতা বাণী প্রামানিক। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রামে আমার নিবাস।
    ১৯৯২ সালের ১৬ অক্টোবর মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি। প্রথম শিক্ষা শুরু হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯৮ সালে। ২০০৮ সালে প্রথম বিভাগে মাধ্যমিক পাশ এবং ২০১০সালে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ, ২০১৩ সালে নগর কলেজ থেকে বাংলা অনার্স, ২০১৯ ডি এল এড ট্রেনিং, বর্তমানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বাংলায় এম এ পাঠরত।
কর্মজীবন- পেশায় প্রাইভেট শিক্ষক।
সাহিত্য চর্চা – বিভিন্ন পত্রিকায় একটু লেখালেখি।


কবিতা –“স্বাধীনতা ফিরে দাও”
কলমে– বিমান প্রামানিক

বাড়ি থেকে একা বের হতে ভয় পায়
পথের চারিদিকে নর পিশাচ ঘুরছে তাই।
আমরা নারী, এক অসহায় নারী, কি উপায়?
সমাজ যেন রেখেছে বেঁধে অদৃশ্য জালিকায়।

তবুও যদি পথে যেতে হয় বিশেষ প্রয়োজনে
নর রাক্ষস থাবা পেতে বসে থাকে পথের কোনে।
ঝাপিয়ে পড়ে ক্ষুধার্ত সিংহের মতো নারীর ঘাড়ে।
ছিঁড়ে ছিঁড়ে খেয়ে শেষে শরীরটাও টুকরো করে।

আমি একা নারী ,পথ হতে যতই চিৎকার করি
পায় না সাড়া কোথাও নিজের জীবন ধরি।
পিশাচের দল মাথা উঁচে ঘোরে আইন যেন অন্ধ
কব্জা গত করে নেয় গোটা সমাজের মুখ করে বন্ধ।

আমরা নারী বলে কি আমরা পাব না নায্য বিচার?
আইনকে যারা গ্রাস করে সবেতে তাদেরই অধিকার।
ফিরে এসো দেশে প্রীতিলতা, মাতঙ্গিনী নারী আজ
পথে প্রান্তরের নারী পিশাচদের করতে বিনাশ।

ত্রিশূল ধারী দুর্গা হয়ে ফিরে এসো সব নারী
পথের যত অসুরদের বধ করে সুস্থ সমাজ গড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *