Spread the love

লেখক/কবি পরিচিতি

আনারুল হক

জন্ম- ১৯৮১ সালে ১৭ই আগস্ট উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রামে।

শিক্ষা – গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে বাংলা সাহিত্যে সাম্মানিক স্নাতক পাশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর পাশ।  শিক্ষান্তে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে কর্মরত। সাহিত্য জীবন শুরু হয় স্কুল জীবন থেকেই। সপ্তম শ্রেণিতে পাঠরত অবস্থায় আমার প্রথম ছড়া “ সাদা বিড়াল” এর মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। তারপর ‘অনুরাগ’ পত্রিকার নিয়মিত লেখক। এছাড়া অন্যান্য পত্র পত্রিকার নিয়মিত লেখক। বর্তমানে “আলোর সন্ধানে” পত্রিকার সম্পাদক। 


কবিতা : স্বাধীনতা তুমি অনেক দূরে

কলমে: আনারুল হক/////

আমি বৃষ্টি হতে চাই, আর আরও অনেক কিছু……….

জানো রমা, আমি ভালো সৎ পুলিশ হতে চেয়েছিলাম 

ওরা হতে দিল না

লুকিয়ে লুকিয়ে ওরা ঘুষ খায় আর আমি ঘাস খাই

আমাকেও ওরা জোর করে সব শেখালো

সৎ আর থাকতে পারলাম কই

আমি ভালো ডাক্তার হতে চেয়েছিলাম,

কিন্তু যেদিন দেখলাম আই.সি.ইউতে মরা লাশ পাঁচদিন রেখে পাঁচ লাখ টাকা নিল

আমি বিমূঢ় হয়ে গেলাম আমাকেও নিতে হলো

ভালো ডাক্তার হতে পারলাম না

আমি সরকারি কর্মচারী এখন,

বেশ কাটছিল, বছর না ঘুরতেই মিথ্যে ঘুষের বোঝা চাপিয়ে

আসামি এখন, আর যত টাকা লোপাট হলো পুরোটাই নীতির আড়ালে

জানো রমা, তারপর…..

——তারপর

—–তারপর আমি রাজনীতির নেতা হয়ে গেলাম

দেখি এখানে লাল সবুজ হয়, লাল নীল হয় আর নীল গেরুয়া হয়

পতাকার সেই সাদা রং হয়না

বাকরুদ্ধ স্বাধীন পতাকা তুমি এখন শুধু ‘’পতাকা’’রয়ে গেলে,

স্বাধীনতা পেলেনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *