স্বাধীনতার ভাবনা
✍️বিশ্বজিত মুখার্জ্জী✍️
দেশের কথা ভাবতে বসলে মস্তিকে জমায় ভীড়,
চিন্তায় মস্তিক বিকল চিত্ত হয়ে ওঠে অস্থির।
রাজা শুধু ভাষণ আসনে মুখেই বলে-খালাস,
জনগনের মনের গভীরের রাখে নাতো কোন তলাশ!
জল ফুটছে হাড়িতে ঘরে চাল কিন্তু বাড়ন্ত,
দেশের অর্থনীতি ক্রমাগত নিম্নগামী মহামারীতে তলানিতে পরন্ত।
কোনকালে দেশীয় রাজা কান পেতেছে জনগনে বুকে,
উদাসী রাজা খবর রাখে মানুষ কী আছে সুখে?
ব্যাথার সাগরে পূর্ণ হৃদয় চিকিৎসার নেই টাকাকড়ি,
ভোটবাজারে মালুম হয় জনগনের ভোটটা কত জরুরী।
হিংসা বিদ্বেষ কুটনীতির দুর্নীতিতে দেশটা ঢাকা চাদরে,
অসাম্য অনৈতিক ভাগ বাঁটোয়ারায় সদাব্যস্ত একদল বাঁদরে।
চিল শকুনের নজর দেশের অর্থ আত্মস্বাদে ভাগাড়ে,
আত্মতুষ্টির কোলাহলে স্বাধীনতা নেতার পকেট গহ্বরে।
মাদক, নারী,শিশু পাচারে সর্বত্র পাতা ফাঁদ,
নির্বাচনে জিতলে পরে নেতারা হাতে পায় চাঁদ!
কাম রিপু চরিতার্থে প্রতিনিয়ত খুন ধর্ষণে স্বার্থকতা,
কাঙ্খিত স্বাধীনতা তিক্তস্বাদে কেচ্ছা কেলেঙ্কারিতে পায় সম্পূর্ণতা।