Ridendick Mitro
Spread the love
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

স্বাধীনতা দিবসের কবিতা


ঋদেনদিক মিত্রো 

আজ স্বাধীনতা দিবসেতে এসো
মিলিত কন্ঠে বলি,
আমরা সকল ভালো ও মন্দ,
আজ আমাদের কত আনন্দ,
বীর ও বীরাংগনার মত
এসো তো সবাই জ্বলি —
উদ্ধত মনোরম,
জনগনমন, বন্দেমাতরম।।

আমাদের মাঝে আছে ভেদাভেদ —
নানা রকমের ভুল,
কেউ বা অসৎ, খুব অপরাধি,
সংবাদে হুলস্থুল,
কেউ বা মূর্খ — হাসির খোরাক,
সমাজে সে অপদস্ত,
কিন্তু স্বাধীনতা দিবসেতে –
তারা হয়ে ওঠে ব্যাস্ত,
ভিতরের থেকে কে যেন তাদের
যোগায় বিস্ফোরন,
চক্ষু ভিজিয়ে তারা গেয়ে ওঠে
বিশ্ব কবির জনগনমন,
ঋষি বংকিম চন্দ্রের লেখা
— বন্দেমাতরম।

আমাদের আছে মহাকাব্য —
দূর্লভ গভীরতা,
হাজার কবি ও বিজ্ঞানী আর
কত দর্শনীকতা,
আছে কত ভাষা, কত ভালোবাসা,
কত শ্রদ্ধা ও স্নেহ,
অন্তর বড় — আমাদের কাছে,
বড় নয় এই দেহ,
সব বাধা ভাংগী হয়ে উঠি জেদি,
আছে কবি নজরুল,
কারার ওই লৌহ কপাট,
ভেংগে ফেল কর রে লোপাট —
রক্ত-জমাট
শিকল-পূজার
পাষান বেদী।

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আছে আমাদের কত যে সূর্ষ —
নতুন গতির ধারা,
মহাকবি ইকবালের লেখনি —
সাঁ রে জাঁহাসে আচ্ছা,
হিন্দুস্থান হামারা, হামারা।
আমাদের মাঝে কত যে হীনতা,
সুবিধাবাদীতা, কাপুরুষতা,
কিন্তু বহিঃশত্রু এলেই
রাতারাতি নিই আলাদা স্বরূপ,
দেশের জন্য হাসতে-হাসতে
লড়ি জীবন-মরন,
জনগনমন, বন্দেমাতরম।।

কবি রংগলাল বন্দ্যোপাধ্যায়–
স্বাধীনতা হীনতায়,
কে বাঁচিতে চায় হে,
কে বাঁচিতে চায়।

অগ্নিযুগে এক পত্রিকায়
অজ্ঞাত এক কবির লেখায় —
আজো আমরা ভাসি,
“একবার বিদায় দে মা ঘুরে আসি।”

আমাদের আছে সেই গান,
শিবদাস বন্দ্যোপাধ্যায়ের —
ভারতবর্ষ সূর্যের এক নাম।

কবি দ্বিজেন্দ্রলাল রায়,
মন চলে যায় শৈশবে পড়া
সেই কবিতায়,
ধন্যধান্য পুষ্পে ভরা
আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক —
সকল দেশের সেরা।

ভারতবর্ষ মানে কত আলোড়ন,
কত শুদ্ধতা, কত আলো ছায়া,
কত নবজাগরন।

মহাবিশ্বের অনুভুতি দেখা,
কিছু না কিছু প্রতিদিন শেখা,
অতুলনীয় এ-মাটি,
পৃথিবীর মাঝে আর এক পৃথিবী,
আমরা সেখানে হাঁটি।
সেটাই ভারতবর্ষ,
মহাজগতিক স্পর্শ।

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আমাদের মাঝে থাক যত ভুল,
সব একদিন হবে নির্মূল,
আমরা কখোনো হতেই পারিনা শেষ,
আমাদের মাটি ভারতবর্ষ দেশ,
মুক্ত চিন্তা, মুক্ত শিক্ষা, মুক্ত অনুভুতি,
এর নাম হোলো ভারতবর্ষ,
প্রাচীনতা আর নতুনত্বের উৎকর্ষ,
আমরা জেগে উঠি,
আমরা সেজে উঠি,
সাহচর্য্যের কী বিরাট জাগরন,
প্রতিদিন সাজে আমাদের রক্তে–
সাঁরে যাঁহা সে আচ্ছা,
জনগনমন, বন্দেমাতরম।।


https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(৫-৫৬ pm, ১১ আগষ্ট ২০২২, ট্রেন, রাতে খেয়ে ১২ টার পরে বাকিটা )

ঋদেনদিক মিত্রো ( Ridendick Mitro) , পেশায় ইংরেজী ও বাংলা ভাষায় কবি-উপন্যাসিক-গীতিকার-কলামনিষ্ট। কলকাতা। ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *