Spread the love


কবিতা : সৌমিত্র চট্টোপাধ্যায়
কবি সত্যেন্দ্রনাথ পাইন।

মৃত্যু
দোলায় বসে দুলছো  তুমি বাধা বন্ধনহীন

আজ সত্যিই দুলে দুলে চলে গেলে অজানার দেশে!

হে মানব, তুমি হেরে যেতে চাওনি
হেরে গেলাম আমরা।
   হে মানব–
সৌমিত্র চট্টোপাধ্যায় তোমাকে ভুলে যেতে পারবো না আমরা

চলচ্চিত্র, রঙ্গমঞ্চ, পত্রিকার সম্পাদক হিসেবে সার্থক তুমি।
তোমার কন্ঠস্বরের আওয়াজ আজও আমাদের মোহাবিষ্ট করে। কিন্তু—
ছবি হয়ে যাবে ভাবিনি।

মৃত্যু তোমাকে বিচ্ছিন্ন করে দিলো আমাদের থেকে।

স্বার্থপর দুনিয়া জুড়ে রয়ে গেছে তোমার সৃষ্টিশীলতা

তুমি হেরে না গিয়েও আমাদের হারিয়ে দিলে
আজ এই ১৪২৭ এর ২৯ কার্তিক ভরদুপুরে রবিবার।

অপু চলে গেল
ফেলুদা চরিত্রে অনবদ্য হয়ে রয়ে গেল বাঙালির মনের মণিকোঠায়।

প্রমাণ করেছো অজেয় অনবদ্য সৃষ্টির সাথে
তোমার কন্ঠস্বরের আওয়াজ আজও জনপ্রিয় হয়েছে–

নম্র শিল্পী হিসেবে দায়িত্বশীল ছিলে তুমি।

তোমার আত্মার শান্তি কামনা করি।
সোনার কেল্লা,  অপুর সংসার জয় বাবা ফেলুনাথ ইত্যাদি অনেক চলচ্চিত্রের তুমি বিশেষ ভূমিকা পালন করেছো
অশনি সংকেত নয়তো?
আজ বেলা শেষের দিনে  তুমি ফেলে গেছো আমাদের
নৌকা ডুবিয়ে। তুমি কি সত্যিই ছবি হয়ে গেলে আজ থেকে?
দুঃখ আছে, হয় তো থাকবেও।

তোমাকে কি আর ফিরে পাবো কোনোদিন !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *