ভুলিনি আজও ভুলিনি
*****************
*****************
সোমা বৈদ্য
***********
ভুলিনি তা আজও ভুলিনি,
হৃদয় জুড়েই শুধু স্মৃতির
আনাগোনা।
নিন্দ্রাহীন চোখে শুধু গল্প
কবিতা,
নিশাচর ঐ চাঁদের মতোই
ছন্দের তালে তালে ভালোবাসার।
ছোট্ট সপ্নের কুঠুরিতে যেন বসন্তের
মৃদু ছোঁয়া,
হৃদয় জুড়েই শুধু স্মৃতির
আনাগোনা।
নিন্দ্রাহীন চোখে শুধু গল্প
কবিতা,
নিশাচর ঐ চাঁদের মতোই
ছন্দের তালে তালে ভালোবাসার।
ছোট্ট সপ্নের কুঠুরিতে যেন বসন্তের
মৃদু ছোঁয়া,
ভুলিনি আজও ভুলিনি!
যেন ফাল্গুনের হালকা বাতাসে
তোমার স্পর্শ,
যেন পুলকিত দীপ্ত দহনে পুড়ে হয়
খাঁটি।
আমার এ কবিতার ছন্দে তুমি কাব্যে
তুমি বিরাজ মান,
পূর্ণিমার চাঁদের আলোয় বাঁধি প্রেমের
ঘর।
শুধু হৃদয় জুড়েই যন্ত্রণার নীল মেঘের
এপার ওপার আঁখি জল টলমল,
যেন ফাল্গুনের হালকা বাতাসে
তোমার স্পর্শ,
যেন পুলকিত দীপ্ত দহনে পুড়ে হয়
খাঁটি।
আমার এ কবিতার ছন্দে তুমি কাব্যে
তুমি বিরাজ মান,
পূর্ণিমার চাঁদের আলোয় বাঁধি প্রেমের
ঘর।
শুধু হৃদয় জুড়েই যন্ত্রণার নীল মেঘের
এপার ওপার আঁখি জল টলমল,
ভুলিনি আজও ভুলিনি!
হৃদয় মাঝে বাজে আজ বিদায়ের
সুর,
বুকের পাঁজরে জ্বলে চিতার দহন।
ভালোবাসা জুড়েই শুধু বিশ্বাস
কেমনে ভুলি তারে,
কবিতার প্রতিটি অক্ষরে তুমি শুধুই
আমার।
হৃদয় পুষ্পে উদ্যানে রয়েছো সজ্জিত।
তুমি আমার হঠাৎ চোখের কোণে
ছুঁয়ে যাওয়া বৃষ্টি জল।।
হৃদয় মাঝে বাজে আজ বিদায়ের
সুর,
বুকের পাঁজরে জ্বলে চিতার দহন।
ভালোবাসা জুড়েই শুধু বিশ্বাস
কেমনে ভুলি তারে,
কবিতার প্রতিটি অক্ষরে তুমি শুধুই
আমার।
হৃদয় পুষ্পে উদ্যানে রয়েছো সজ্জিত।
তুমি আমার হঠাৎ চোখের কোণে
ছুঁয়ে যাওয়া বৃষ্টি জল।।