সেইসব মুখ
মুস্তারী বেগম
তোমাদের মুখগুলো দেখছি
অমাবস্যার মতো ভয়াল রাত
নক্ষত্র নীলিমা হীন
জ্বলজ্বলে লোভী চোখ
ধূপকেতুর মতো সমাজ সেবা
তোমাদের মুখগুলো দেখছি
পাপের মতো ঘৃণা
শোষকের পাকস্থলীর মতো খিদে
উঠের মতো গ্রীবা
পকেটে মনুষ্যত্ব আর বিবেকের টুঁটি টেপা চটলেট
খাতায় সাজানো মিথ্যেমামলা
তোমাদের মুখগুলো দেখছি
তেল ঝড়েপড়া কলুদের বুকের উপর
একটি ,দুটি উৎসবের পতাকা
মুখগুলি মুখোমুখি হয়
আলোয়,বাজনার যৌবনে
একটি চালচিত্র
শতশত মুখের কবরে তাদের দেখছি
প্লাবনের মতো বয়ে যাওয়া ক্ষমতার লোভ
গদির নীচে পড়ে থাকা বেকার,আদিবাসী, আর ধর্ধিতাদের রক্ত।
বাহুবলে পাপজীর মতো মোহখেলা
নিস্পাপ মৃতদের লাসের উপর মানুষের ঘৃণাশ্রু
তবে মাদের মুখগুলি দেখেছি
ফরাসী কিংবা ভিয়েতনামের বিপ্লবে
দেখেছি কাশ্মীরে
দেখেছি আমার গ্রামের বিচারঘরে।
দেখেছি।
অজস্র তারাভরা উৎসবে,শবে অথবা শোবার ঘরে ।
তোমাদের মুখগুলো দেখছি শতাব্দীর আগে ,পরে ও এখন।
———————****——————-