Spread the love

সেইসব মুখ
মুস্তারী বেগম

তোমাদের মুখগুলো দেখছি
অমাবস্যার মতো ভয়াল রাত
নক্ষত্র নীলিমা হীন
জ্বলজ্বলে লোভী চোখ
ধূপকেতুর মতো সমাজ সেবা
তোমাদের মুখগুলো দেখছি
পাপের মতো ঘৃণা
শোষকের পাকস্থলীর মতো খিদে
উঠের মতো গ্রীবা
পকেটে মনুষ্যত্ব আর বিবেকের টুঁটি টেপা চটলেট
খাতায় সাজানো মিথ‍্যেমামলা
তোমাদের মুখগুলো দেখছি
তেল ঝড়েপড়া কলুদের বুকের উপর
একটি ,দুটি উৎসবের পতাকা
মুখগুলি মুখোমুখি হয়
আলোয়,বাজনার যৌবনে
একটি চালচিত্র
শতশত মুখের কবরে তাদের দেখছি
প্লাবনের মতো বয়ে যাওয়া ক্ষমতার লোভ
গদির নীচে পড়ে থাকা বেকার,আদিবাসী, আর ধর্ধিতাদের রক্ত।
বাহুবলে পাপজীর মতো মোহখেলা
নিস্পাপ মৃতদের লাসের উপর মানুষের ঘৃণাশ্রু
তবে মাদের মুখগুলি দেখেছি
ফরাসী কিংবা ভিয়েতনামের বিপ্লবে
দেখেছি কাশ্মীরে
দেখেছি আমার গ্রামের বিচারঘরে।
দেখেছি।
অজস্র তারাভরা উৎসবে,শবে অথবা শোবার ঘরে ।
তোমাদের মুখগুলো দেখছি শতাব্দীর আগে ,পরে ও এখন।

———————****——————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *