সূর্যদয়ের প্রতিক্ষায়
মৃন্ময় ভট্টাচার্য্য
চাইনা আর লাঠি হাতে
নুজ্ব দেশের নেতা,
জেনে গেছে ভারতবাসী
কে আসল পরিত্রাতা।
ভিক্ষা চেয়ে চরকা কেটে
পাইনি স্বাধীনতা,
মিথ্যার ফুলঝুরির ফলে
নায়ক হয়না নেতা।
যুব সমাজ ভাবছে নায়ক
যারা অভিনেতা!
সূর্য হয়েও ঢাকছে তাঁকেই
রাষ্ট্রের কালো ছাতা।
গর্জে ওঠো যুবক সকল
ভাঙতে গোপন তালা,
রক্ত দিয়েছিলেন যাঁরা
পরাও তাঁদের মালা।
স্বাধীনতার সূর্য সুভাষ
সাথী হাজার তারা,
পুজোকরে প্রতিক্ষণে
দৃঢ় করো শিরদাঁড়া ।।