💓আমার শহর ও ভালোবাসা💓
**********************
সুসান চক্রবর্তী
**********
(১)
এ শহর আজও ভালোবাসার গল্প বলে —
আজও কলেজস্ট্রিট থেকে কফি হাউসের রাস্তায়
অজান্তে দুটো হাত একত্রে মুঠোবন্ধী হয়;
শীতের কোন এক বিকেলে আজও অহেতুক
এক প্রেমিকার ঠোঁট ছুঁয়ে যায়
তার প্রেমিকের হলদে স্বপ্নে |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(২)
এ শহর আজও ভালোবাসার গল্প বলে–
আজও ময়দানে দশটাকার চীনা-বাদামে
লক্ষ প্রতিশ্রুতি ছড়িয়ে পরে শহরের আনাচে-কানাচে;
শীতের কোনো এক বিকেলে আজও অতিকায় মহামানব
এক প্রেমিকের আর্তনাদে শুন্যতা বয়ে আনে
তার প্রেমিকার সবুজ স্বপ্নে |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(৩)
এ শহর আজও ভালোবাসার গল্প বলে —
আজও পার্কস্ট্রিটে বড়োদিনে
প্রথম দেখায় একটা নতুন গল্প তৈরী হয় পরিণতির আশায়
শীতের কোনো এক বিকেলে আজও একরাশ
ধুলোর মতো প্রেম উড়ে আসে প্রেমিকার চোখে
তার প্রেমিকের নীল স্বপ্নে |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(৪)
এ শহর আজও ভালোবাসার গল্প বলে —
আজও বিডনস্ট্রিটে কিছু না বলা কথা
প্রকাশ পায়ে চোখের ইশারায় কিংবা চেনা একদৃষ্টিতে
শীতের কোনো এক বিকেলে আজও পরিচিত
কোনো মানুষের দীর্ঘনিঃস্বাস মিশে যায়
তার প্রেমিকার ধূসর স্বপ্নে |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});