দুর্ঘটনা
******
শ্যামল মণ্ডল
***********
লোহার বিম ১০চাকা গাড়ি থেকে খালি হচ্ছে, অনভিজ্ঞ ১জন রীগার দিয়ে কাজ চলছে, হঠাৎ গাড়ি মালিক হাজির ওনার তক্ষুনি গাড়ি ফেরত চাই কারণ ওনার অন্য ভাড়া রয়েছে, সুপারভাইজার কাজ করাচ্ছিলেন তাতে ওনার পোষাচ্ছিল না। নিজের বিম ধরে বে-জায়গা বেহিসাবি রাখছিলেন আর সুপারভাইজারের সব কথা এড়িয়ে যাচ্ছিলন। হঠাৎ চারটে বড বিমের স্তর সুপারভাইজারের সতর্কতায় পা দূটো রক্ষা পায়। এরপর সুপারভাইজার নিজেই কাজে হাত লাগালেন অপরদিকে গাড়ি মালিক। যা হওয়ার তাই হল অন্যজনের তাড়াহুড়ো করার ফলে শেষ বিম পড়ল হাতে। ১০চাকা খালি গাড়ি কাঁটা বা ওজন না করিয়ে নতুন ড্রাইভার নিয়ে গেল গ্যাড়াজে। তাঁকে আটকাতে ছুটলেন গাড়ি মালিক। আর সুপারভাইজার মশাই হাত চেপে ৩:৩০ টের সময় ছুটলেন দুপুরের খাবার খেতে। দুর্ঘটনার মূল কারন:- অন্যমনস্কতা, অসর্তকা, তাড়াতাড়ি, অনভিজ্ঞতা, খেয়াল করিনি, বুঝতে পারিনি এরকম হবে। এত বছর এভাবেই করছি কিছু হয়নি।
******
শ্যামল মণ্ডল
***********
লোহার বিম ১০চাকা গাড়ি থেকে খালি হচ্ছে, অনভিজ্ঞ ১জন রীগার দিয়ে কাজ চলছে, হঠাৎ গাড়ি মালিক হাজির ওনার তক্ষুনি গাড়ি ফেরত চাই কারণ ওনার অন্য ভাড়া রয়েছে, সুপারভাইজার কাজ করাচ্ছিলেন তাতে ওনার পোষাচ্ছিল না। নিজের বিম ধরে বে-জায়গা বেহিসাবি রাখছিলেন আর সুপারভাইজারের সব কথা এড়িয়ে যাচ্ছিলন। হঠাৎ চারটে বড বিমের স্তর সুপারভাইজারের সতর্কতায় পা দূটো রক্ষা পায়। এরপর সুপারভাইজার নিজেই কাজে হাত লাগালেন অপরদিকে গাড়ি মালিক। যা হওয়ার তাই হল অন্যজনের তাড়াহুড়ো করার ফলে শেষ বিম পড়ল হাতে। ১০চাকা খালি গাড়ি কাঁটা বা ওজন না করিয়ে নতুন ড্রাইভার নিয়ে গেল গ্যাড়াজে। তাঁকে আটকাতে ছুটলেন গাড়ি মালিক। আর সুপারভাইজার মশাই হাত চেপে ৩:৩০ টের সময় ছুটলেন দুপুরের খাবার খেতে। দুর্ঘটনার মূল কারন:- অন্যমনস্কতা, অসর্তকা, তাড়াতাড়ি, অনভিজ্ঞতা, খেয়াল করিনি, বুঝতে পারিনি এরকম হবে। এত বছর এভাবেই করছি কিছু হয়নি।