(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
🥀 এসো হে এসো🥀
✍️সুব্রত ভট্টাচার্য(ঋকতান)✍️
তুমি যেদিন আসবে বলে রেখো আগে ,আমি শুকতারা কে বলে দেবো ,
“ওগো শুকতারা ও আসবে
পথে আলো জ্বেলে রেখো”,
বাতাস কে বলবো ,”ও বাতাস তুমি এখন থামো, ও আসবে
তখন তুমি বহ “
তুমি আসবে যেদিন আমায় আগে থেকে জানিও–
আমি বাগানের ফুলের কুঁড়ি গুলো বলে রাখবো —
“ও কুঁড়ি একটু দেরিতে ফোটো ও এলে হালকা করে ওর খোঁপার বাঁধনে তোমায় স্থান দেবো”
আর পড়ন্ত বিকেলে ছায়া কে
বলে দেবো —
“তুমি আজ তারাতারি এসো
অপেক্ষা করো আমার দ্বারে
ও আসবে যখন ক্লান্তির আঁচল খানির মতো ছায়া দিও তারে।
এসো হে এসো ওগো প্রাণাধিক তুমি
প্রানের পরশে বাতাসে বাহিয়া এসো
আকাশে কুসুম কলি আলোরউচ্ছল
ঝর্ণায় উদ্ভাসিত হয়ে এসো।তুমি আসবে যেদিন
সেদিন আমার নিভে যাওয়া
বেলওয়ারী ঝাড় আবার জ্বলবে,
তুমি আসবে যেদিন, সেদিন
দ্বাদশির পূর্ণিমার চাঁদ আলো
ছড়াবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেদিন রাস্তার ধারে গোয়ালের কোয়ালের বাছুর আনন্দে
ঘন্টা ধ্বনি দেবে
আকাশ বাতাস ভুবন স্তব্দ টা
কাটিয়ে ঝুমুরের গানে মেতে উঠবে।
কৃষ্ণা একাদশীর চৈতী রাতে
এসো হে এসো নিজেকে উজাড় করে দিতে তামসিক রূপে।
নিশীথের কেশরাসি যেনো ছড়ানো থাকে এ বিশাল অম্বরের মাঝে
সেদিন আমারই অহং সাথে
এই রজনীর তারার মাঝে
জড়াবো আমি তোমারে
ফাগুনের রসময়ে ,কোকিলের কুহুতানে উঠুক প্রেমময় গীতবিথানে ,সব ভুলে ওই আঁখি দুটি মরুক লাজে।
এসো হে এসো
প্রাণ প্রিয়া তুমি
সেই রূপে এসো আমারই কাছে
সব রূপে আঁধার মাঝে
নিজেকে উজাড় করে দিতে
রুদ্ধ সাঁজে।।
এসো একবার এসো নুপূরের নিক্কন ধ্বনি তুলে ,বেহাগের নতুন সুরে
সব বিরহ ভুলে রসময় মধুক্ষনে
বাঁধিব তোমারে বাহু পাশে শত চুম্বনে ললাটে মন নিধুবনে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
————————