ডুবে থাকি
সুপর্ণা রায়
ভালোবাসার নীল দিগন্তে
নতুন সূর্য উদয়।
আমার হৃদয় ছুঁয়েছে এক কামড়ে ।
শিলিগুড়ির কনকনে ঠান্ডায়।
সে ঘর সাজায় কাঠে আগুন জ্বেলে।
যৌবন শরীর মন শীতল স্পর্শে শিহরিত।
বরফের সমতলে নীরব হয়ে
এক টুকরো গায়ে হলুদ মাখি।
আয়না সব ছেড়ে সব ভুলে এক সাথে ডুবে থাকি।
সুপর্ণা রায় । আগরপাড়া কোলকাতা। ভারত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});