সুন্দর কে !
মোফাজ্জেল হক
নিজেকে সুন্দর ভাবো
আগেতো আয়নার সামনে দাঁড়িয়ে
নিজেকে দেখো।
তারপর করো পরের বিচার,
তা নাহলে হয়ে যাবে অনাচার।
সবাই নিজেকে সুন্দর ভাবে
কেউ দেখেনা অন্যকে আগে।
বাদ দাও শারীরিক ব্যাকরণ
পেয়ে যাবে সরল সমীকরণ,
আগে দেখো নিজ -কার্যাবলী
পেয়ে যাবে সঠিক উত্তরগুলি।
আয়না সে তো ঘরেই আছে
আর জনসাধারণ আছে চারপাশে।
এ বিচার করবে তারা
ভুক্তভোগী যারা।
কেমনে দেখবে অপরের মন
করো না ঝামেলা অকারণ।
আগে হও সুন্দর মনে আর কাজে
তাহলে হবে সুন্দর সবার চোখে।