সুতপা সাহিত্য গোষ্ঠীর তরফ থেকে ছাত্র ছাত্রীদের “বর্ণপরিচয়” বিতরন
ধানবাদ সংবাদদাতা : আজ ধানবাদ জেলার বেলিয়াপুর থানান্তর্গত উৎক্রমিত মধ্য বিদ্যালয় হাঁড়িডিহ, দুধিয়া-তে
ছাত্র-ছাত্রীদের মধ্যে “বর্ণপরিচয়” বিতরন করা হোলো। সুতপা সাহিত্য গোষ্ঠীর কর্ণধার রাজকুমার সরকার সকলের হাতে তুলে দিলেন – বর্ণপরিচয়।রাজকুমারবাবু প্রেসকে জানালেন, গোষ্ঠী প্রায়ই ছাত্র-ছাত্রীদের ‘বর্ণপরিচয়’ বিতরন করে থাকে।ছাত্র-ছাত্রীদের বাংলামুখী করার জন্য এই উদ্যোগ।সুতপা সাহিত্য গোষ্ঠীর এই সাধু উদ্যোগের সিদ্ধান্তকে বুদ্ধিজীবী মহল ধন্যবাদ জানিয়েছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীপদ মাহালী সহ শিক্ষক মুকেশ চক্রবর্তী, রাকেশ কুমার সিং, খোকন চন্দ্র মন্ডল, সুরেশ মাহালী, বরুণ কুমার মন্ডল উপস্থিত ছিলেন।