………….সাহিত্য…………
ফরমান সেখ
স্রোতের মতন গতি নিয়ে
ছন্দ করে খেলা,
মুক্ত দলে রুদ্ধ দলে
ভাসায় লয়ের ভেলা।
অলংকারে শোভা যে দেয়
প্রতি লেখার মাঝে,
রঙ-বেরঙের নিত্য নতুন
নানা রকম সাজে।
বিরাম গুলি ক্লান্ত মনে
শান্তি যে দেয় পাঠে,
অক্ষরেরা চরণ করে
পাণ্ডুলিপির মাঠে।
লেখার মাঝে রসের আমেজ
থাকলে লাগে ভালো,
ভঙ্গিমাটা লেখার মাঝে
জ্বালায় মধুর আলো।
ভাবনা গুলো পাঠক হৃদে
ফেলে গভীর ছায়া,
সকল নিয়েই গঠন করে
পাণ্ডুলিপির কায়া।