কাব্যপট পত্রিকাতে
লিখতে হবে দিনে-রাতে
লেখক কবি এক সাথে ।
তিনটি হলেই রবিবার
সকল লেখার সমাহার
সূচীপত্র’ই পুরস্কার ।
রবিবার মাসের শেষে
প্রকাশ হবে নতুন বেশে
কাব্যপটের পাতায় ভেসে।
মনন দ্বারা হবে সৃষ্টি
আমজনতার খুলবে দৃষ্টি
বাংলা মায়ের ভাষা’ই কৃষ্টি।
বাঁচব ধরায় যতক্ষণ
বাংলা আমার হৃদয় মন
মায়ের দেওয়া পরম ধন।
রাখব ধরে হৃদয়পুরে
আমরা তো নই ভবঘুরে
গাইব সবাই নতুন সুরে ।।
—সম্পাদক : শ্যামল মণ্ডল 8240042145