Spread the love

সময় আগামীর


প্রবীর কুমার গুহ

__________________________

সময় ছবি আঁকছে, আগামীর !
তাঁর মগ্নতায় কৌতুহলী হয়েও জানিনা,
কি তাঁর গল্পের চূড়ান্ত নির্যাস !

সময়ের বাসনায় কি আছে লুকানো,
শোষিতের উত্তরণ নাকি আরো উগ্রতার
নিঃস্বকারী আঘাত, সংকট জর্জরিত
ভয়াবহ অবনমন_
এখনো জানিনা !

সময় ছবি আঁকছে, যেমন তাঁর দায় সেভাবেই__
কে কি চায়, সে সেসব কখনোই ভাবেনা !

সময় নিবিষ্ট মনে ছবি আঁকছে,কখনো
দ্রুত কখনো ধীর লয়ে,ছড়ানো ছিটানো
অচেনা রঙের বাহার !

সময়ের কল্পনায়,
ছড়িয়ে যাচ্ছে কখনো অসহ্য কালো রাত, বসন্তের খাঁজে খাঁজে ;
কখনো ফুলকির মতো ফুটছে আশা
গুলো হতাশার ভাঁজে ভাঁজে_
এমন অনেকই পরিবেশ, বহুধা বিভক্ত
রঙে রাঙা হয়ে উঠবে হয়তো ভবিষ্যতে
তাঁর আপন খেয়াল !

দীগন্তের আগামী ভোরে,
লালাভ প্রেম ছড়িয়ে জীবন গুলো
তাঁর সুখ স্বপ্ন আবার ফিরে পাবে কিনা,
জানিনা……… জানিনা !

প্রশ্ন, সংশয় কত কিছুই আজ জাগে এ
আতঙ্কিত মনে__
সময় কি আদৌ সুস্থ গল্প চায় !

কেননা,
সময় কিছু আগেও যে বদলের ছবি
এঁকেছিল ;
আজ তাঁর সে গল্প যে বিষাক্ত-রক্তাক্ত‌
যত কুটিল উৎসবে !

নিপীড়নের, অন্যায়ের শাখাপ্রশাখায়,
পাশবিকতা পোড়া লাশের গন্ধে হুমকি
হয়ে যায় !
ছড়িয়ে সে ত্রাস ;থরে থরে শহীদের লাশ ;
এ গল্পে শৈশবের ভবিষ্যত মাঝ রাতে
নিশ্চিহ্ন হয় বিনা দোষে,দগ্ধতায় !

সময় আসলে কোন ছবি আঁকতে চায়,
সে কি মুছবে তাঁর সমস্ত ভুল আগামী
উপন্যাসে __
সে এখনও ধোঁয়াশায়;
তবু থাকি অনন্ত আশায়, নতুন বাহারি
মুকুল ফুটবেই আগামীর ইতিহাসে !

এখন আমিও মগ্ন হয়ে নিবিষ্ট চিত্তে
দেখছি, সময় আঁকছে কোন্ আগামীর
ইতিহাস_
একেকটা রঙের আঁচড় এখনো যদিও
বোঝা দায়,মানবতা কি পরিচ্ছন্ন হবে !

সময় আঁকছে ছবি,কার হবে আগামী !
মনে হচ্ছে কখনো যেন_
প্রতিবাদী জিহাদের ঢংয়ে,ধীরে ধীরে
যন্ত্রণা বিদ্ধ হৃদয় গুলো
জাগছে মরীয়া স্পর্ধার রঙে !

আমি বড়ই উদগ্রীব একান্ত কামনায়,
সময় তুমি সেই বদলের ছবি আঁকো ;
তোমার আঁচড়ে ফুটুক স্বস্তির স্বপ্ন
গুলো__হোক সম্পূর্ণ অসহায়ের
চাহিদার চিরস্থায়ী সুস্থ সকাল !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *