কবিতা- সবুজের আস্তানা
কলমে- দেবাশীষ মন্ডল
– বিকেলটা আজ অবাধ্য নিজের মতো এলোমেলো
কখনও চঞ্চল কখনও গম্ভীর
তবু কী স্থির!
পরিপাটি করে রাখা সমস্ত ভাবনাগুলো যখন
অস্থির হাওয়াতে আচমকাই বলে ওঠে
তখন খুঁজে পাই একটু অবাধ্যতা ,
বাধ্য নই সময়ের রেখাপথে
একটু বেমানান একটু ধীর
ওই দেখো সবুজের আড়ালে ছায়াময় আস্তানা
ওখানেই যেন শান্তির সমাপ্তি..
তুমি রইলে চোরাপথে প্রাচীরের আড়ালে
আমার নিঃশ্বাসটুকু খুঁজে নেবে মাটি
নামটি কেন হয়নি জানা পৃথিবীর?
বিশ্বাস হয়তো বা খাঁটি!
পৃথিবী কখনও পুরোনো অথবা নতুন
তবু ধূসরতার চাদর সরিয়ে নামটি দেখো
হয়তো এঁদো হয়তো কালশিটে
ওখানেও আত্মার গভীর বসবাস স্মৃতির ধুলোয়
অতীত বর্তমানের অদ্ভুত আলাপে……..