সবুজায়ন
তাপস কুমার বেরা
এখানে ওরা সেদিনও পেয়েছে
ক্ষেতভরা ফসল |
আজ শুধু অট্টালিকা ; আর
একটি একটি করে দোকান উঠছে গজিয়ে |
রাতে ঝলমলে সোনালী আলোয় |
এইভাবে গ্রাম নগর |
লোকালয়ে ছেয়ে যায় গ্রাম-প্রান্তর |
বিধাতার দেওয়া একভাগ ভূমি –
সেখানেও নেই মানুষের সম্পূর্ণ দখলী সত্ত্বা |
তবু পৃথিবীকে সে উদ্ভিদশূন্য করে দিয়ে
বেঁচে থাকতে চায় |
বাসভূমি বৃদ্ধির সাথে
পাল্লা দিয়ে ঘটে জনাধিক্য |
নিঃশব্দ মৃত্যুও নেমে আসছে পৃথিবীর বুকে |
নিষ্কৃতি ?
সবুজের ছড়াছড়ি হোক তবে দিকে দিকে ||