🌌সন্ধ্যাতারা পার হয়ে🌌
✍️গোলাম রসুল✍️
তখনও একটা লেখা মেঘ হয়ে ঝরে পড়েছিল
আকাশ ধরে রাখা আয়না
হাত দেখা যাচ্ছে
একফোঁটা শুকনো কালি
সমুদ্রের দোয়াত
মানুষের ভাগ্য যেমন হয়
ট্রেন থেকে নেমে ফিরছিলে সামান্য দু এক মাইল আকাশ
সন্ধ্যা তারা পার হয়ে তোমার বাড়ি
দেশভাগের সময় ভাগ করা হয়নি মেঘ
আমি জিজ্ঞেস করলাম কারা লিখেছিল এত দেহ রেখা
পবিত্র শূন্যের পাখনা
সূচনা করছে কোনো এক মিনারের
তুমি পাথর থেকে তৃষ্ণা মিটিয়েছিলে
তুমি ফিরছিলে আকাশের ল্যান্ডমার্ক থেকে
তোমাকে দেখতে ঠিক যেমন একটি আমাদের আধুনিক শহর
——————————