সনেট (দুইটি)
কবি মনোরঞ্জন দাস
১) মাতা লক্ষ্মী…..
মাতা তুমি, মাতা লক্ষ্মী, এ সংসারে জানি।
ফসলের দেবী তুমি, তুমি শান্তিময়ি–
জগতের মাঝে তুমি যে অন্নদায়ীনি ।
প্রিয়বোধে, বোধোদয়ে তুমি শুদ্ধময়ী।
প্রাণের ভক্তিতে মোরা তোমাকেই পুজি।
ফুল গঙ্গাজল , তার সাথে কিছু দিই
ফলমুল সাধ্যমতো। তাতেই যে খুঁজি
মনেরমাঝে তোমাকে, প্রথা হলো এই।
সৃষ্টির দেবী তুমি মা। মাঠে মাঠে ওই
সোনালী ধানের ঋদ্ধ সমারোহ জানি
তোমার দয়ায়। প্রিয় জ্যোৎস্না রাতে সেই
মনোরম দৃশ্যে ভরে যে হৃদয় খানি।
যুগে যুগে তুমি মাগো হয়ে সুধাময়ী,
ঘর ভরে দাও শষ্যে, তুমি রূপময়ী।
[২) শ্যামা মা…
সর্বময়ে তুমি আছো , আছো মাতা শ্যামা।
তুমি গতি, তুমি স্থির, তোমাকেই নমি;
প্রত্যয়ে তুমি অনন্ত, তুমি অন্যতমা।
তোমার আধারে মোরা থাকি, দ্রুতগামী ।
কালের প্রতীক তুমি, সেটা মোরা জানি।
তুমি উদ্দীপনা, তুমি সম্ভাবনা, যুগে
যুগে ,যুগান্তরে, মোরা তোমাকেই মানি।
তুমি থাকো মনে, থাকো সদা পুরোভাগে।
তুমি রক্ষো, তুমি নাশো, কালের ধারায়।
দুর্গতিনাশিনী তুমি, তুমি বরাভয়া।
সন্তান-মঙ্গলে তুমি, বিপুলা ধরায়
থাকো ত্রাতা হয়ে সদা, তুমি শিবজায়া।
তুমি দেবী, তুমি মাতা, তুমি সর্বাধার,
বিপদে বাঁচাও তুমি, বাঁচাও সবার ।