সময় চুরির সময় নেই
✍️সত্যেন্দ্রনাথ পাইন✍️
সময় চুরির সময় নেই।
সময় নেই কোথাও কারোর
তাই, হয়নি চুরি করা
কাজ নেই, নেই আকুলতা, দৌড়োদৌড়ি
তবুও যেন দিশেহারা।
শূন্য খেয়ায় বসে মাঝি
ভাসছে চোখের জলে
যাত্রী নেই, কোথাও দূরে কাছে
ঘর পালিয়ে লুকোচুরির ছলে।
অবুঝ মনের কাজের টানে সে
ঘুম ভেঙে সকালে
বৈঠা নিয়ে একটা হাতে ব্যাকুলতায়
দোলায় পা দূ’খানি জলে।
হে মানব, হে সভ্যতা অকস্মাৎ
এক ভাইরাস- আঘাতে
স্বপ্নগুলো ভেঙে গেল
ছিন্ন হোল , পড়ল ধুলাতে!
বাঁধা নিয়ম, বাঁধের ‘ পরে
থামল অকারণে
হাট বাজার স্কুল কলেজ
বন্ধ সবখানে!!
কোথায় গেলে মুক্তি পাবো
শোনাও মর্মবাণী
নতুন ভোরের সূর্য উঠবে জেগে
নিয়ে আশার বানী!!?
দাও গো পৃথ্বী, সাহস যোগাও
পড়াও দীপ্ত টিকা
প্রদীপ শিখার চঞ্চলতায়
ঘুচুক কুজ্ঝটিকা।।
*********************