অ-সুখ
🌱 🌱
রোগ বালাইয়ের শিকড় কোথায়
ডাক্তার জেনেছে কি?
উপভোক্তার খরচেতে টান
আয়কর বাড়াবে কি?
দিশাহীনতায় ধুঁকছে বাজেট
রুটি রুজি কিছু নাই!
কে দেবে ঠিকানা নিশানা বন্ধু
কর্মের দিশা চাই।
নেতাদের মতো বাজেটেও দেখি
ফাঁকা কথা ফুলঝুরি!
করের বোঝাতে মাথা নুয়ে আছে
মানুষের জারিজুরি।
যারা ফাঁকি দেয় তাদের বরাতে
কতো মকুবের খেলা,
সৎ ভাবে যারা কড়ি গুনে দেয়
তাদের মরার পালা।
কতো চাষি মরে অনাহারে আর
শ্রমিক কাজ হারায়,
কোত্থাও দিশা দেখিনা যে কারা
কিভাবে লোক ঠকায়!
যারা দেশটার বুনিয়াদ গড়ে
তারাও দেখি বেহাল,
লুটে খায় কিছু দস্যু লুঠেরা
কুমির কেটেছে খাল!
সবখানে দেখি নিদারুণ প্যাঁচ
গৃহঋণ পিপিএফ,
মেডিকেল বীমা, এল আই সি আজ
গরীবের ভিজে লেপ!
সুপার প্যাঁচেই কুপোকাৎ দেশে
তামাম চাকুরীজীবি,
সহজ সরল নেই কিছু আর
আহারে সুবিধাভোগী।
ভুলিয়ে ভালিয়ে মিষ্টি কথায়
আইন করেছি পাশ
খাস বা না খাস ধর্মের ধ্বজা
তুলে রাখি বারোমাস।
শাবাশ বন্ধু, পেটে কিল মেরে
পড়ে থাক ভুলে যাস,
কতো ধানে কতো চাল হয়
সেটা এইবার বুঝে যাস।।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});