সজীব থাকে
বিশ্বনাথ সাহা
ইট বালি ও সিমেন্ট লাগে
গড়তে বাড়ির ভিত্তি।
সম্পর্কটা সজীব থাকে
যোগাযোগেই নিত্তি।
কথা বলে কুশল জানা
বন্ধুতারই রীতি।
আদান প্রদান বিধির বিধান
ভালো থাকার উপায়
শুভ চিন্তায় থাকবে হৃদয়
মুখে হাসি সদাই।
মন খুলে কথা বলা চাই
তাতে আনন্দ পাই।
সুখ দুঃখ জীবনের সাথী
বিনা দুঃখ সুখ নাই
রাতের আঁধার কেটে আলো
দুঃখ কে বরণ চাই।
পার হতে হবে জীবনের
যত চরাই উৎরাই।
সুখের পিছে ছুটলে পরে
সুখ আসে না ঘরে
দুঃখ কে যে সইতে পারে
সুখ আসে তার তরে।
যোগে আর যোগাযোগে মন
সুষ্ঠু সমাজ গড়ে।
©️ বর্ধমান /৫ মাঘ ১৪৩০
21 January2024