*ঝড় পেরিয়ে*
🌾🌾🌾🌾
আকাশ জুড়ে মেঘ করেছে খুব
সূর্য যেন আপন আলো ভুলে
মুখ লুকিয়েছে ঘন কালো চুলে।
পাল্লা দিয়ে মেঘের সাথে মেতে
বইছে বাতাস রুদ্ধ হাহাকারে।
তারই মাঝে হঠাৎ করে যখন;
বৃষ্টি এলো পাগল করা স্রোতে
শান্ত হল ধুলো বালির খেলা
শুকনো ক্ষেতে লাগল প্রাণের ছোঁয়া।
বৃষ্টি শেষে আকাশ আলো করে,
সূর্য হাসে নীল দিগন্ত পারে।
নতুন রূপে মেতে উঠল ধরা
সূর্য তখন অবাক নয়ন মেলে
মাটির দিকে রইল কেবল চেয়ে।
বলল হেসে, তোমার রূপে মুগ্ধ আমি আজ
চেয়ে দেখ, তোমার কোলে সবুজ রঙের মেলা।
বৃষ্টি এসে তোমায় ভালোবেসে,
রাঙিয়ে দিলে নিজের মতো করে।
তাইতো আজ আমার আলোর ছোঁয়ায়,
তোমার বুকে সবুজরা রোদ পোহায়।
তোমায় কেবল একটা অনুরোধ;
হঠাৎ করে ভয় পেয়ো না মিছে
ঝড় বৃষ্টির ভীষণ কালো রাতে।
আঁধার শেষে আলোর পথ ধরে
জেনো আমি আসবো ফিরে ফিরে
ঘন কালো মেঘের পাহাড় চিরে
তুমি শুধু ধৈর্য্য রেখো মনে
তুমি শুধু ধৈর্য্য রেখো মনে।।