Spread the love

শ্রমিক
হান্নানুল মোহাজ্জেরীন

জৈষ্ঠ্য মাসের প্রচন্ড তাপদাহে নেতিয়ে পড়েছে গ্রাম কিংবা শহর।
পিপাসায় কুকুরের জিহবা বেরিয়ে এসেছে এক হাত
কিন্তু আমি এখনো নেতিয়ে যায়নি
রোদের লস্যি পান করে ঘরে তুলছি বোরো ধান
আর কাঁচা খোড় শুকিয়ে নিচ্ছি দিব্যি সে।
খালি পায়ে পিচের রাস্তায় কাজ করি আনন্দে
ক্ষুধা নিয়ে কাজ করতে পারি ইট ভাটায় কিংবা কোন কারখানায়।
সিমেন্টের বস্তা নিয়ে লিফট ছাড়াই উঠে যেতে পারি কয়েক তলা।
খালি পেটে কোন বেসরকারি স্কুলে ক্লাসে বকবক করতে পারি রোজ।
আইসক্রিম বেঁচে গলিয়ে দিতে পারে নিজের ভবিষ্যৎ।
কয়লা খনি কিংবা স্টেশনে কাজ করতে পারি রোজ।
জেলে হয়ে ধরতে পারি তোমাদের সুস্বাদু মাছ ।
রোজ সকালে বেচতে পারি তাজা তাজা খবর
কিন্তু আমাদের খবর হয়েছে কী?
আমরা মেহনতি মানুষ
তোমাদের দয়ার পাত্র নয়
আমরা কাজ করে যাব যুগের পর যুগ ধরে
আজ শ্রম দিবসে ঝরে পড়ুক কৃষ্ণচূড়া প্রতিটি শ্রমিকের চরণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *