শ্রমজীবী কৃষকের জয়
কলমে – হরিহর বৈদ্য
******************
কৃষকরা পেয়েছে নিজেদের সফলতা
আনবে ফসল এবার তাদের ঘরে,
বীজের আড়ালে অঙ্কিত ইতিহাস
মনেতে তাদের বিপ্লব আজও গড়ে।
ধরণীর বুকে যারা সদা হালচষে
তাদের কঠোর মেহনতে—
রক্ত ঝরানো সোনার ফসল
ওই ফলায় সবুজ মাঠে।
জোটে নাতো ভাত তবুও যে আজ
কেন তাদের খাবার পাতে?
কাস্তে-হাতুড়ি গাঁইতি-শাবল
তাই শ্রমিকের হাতে হাতে।
কৃষকের জয় জেনো নিশ্চয়
এনেছে বিপ্লব, সেইসাথে–
মালিককে দিচ্ছে হুঁশিয়ারি থাকার
বারতা ভবিষ্যতে।।