শ্যামাসঙ্গীত–” কালো মেয়ের চরণ তলে “
কলমে– বিমান প্রামানিক
মাড়গ্রাম– মুর্শিদাবাদ
কালো মেয়ের চরণ তলে
বসে আছি তারে দেখবো বলে,
কালো মেয়ের চরণ তলে—
তোকে না দেখিতে পাইলে
ভাসিবে আমার নয়ন জলে—।
ও মা সাধনা করছি আমি শত জনম ধরে
সাধনা করছি আমি শত জনম ধরে –।
হাতের জবা শুকাই গেল তবু
হাতের জবা শুকাই গেল তবু পাইনি তোরে দেখা।
তাই তো আমি বসিয়াছি
কালো মেয়ের চরণ তলে,
দেখবো তোরে নয়ন মেলে
ও মা দেখবো তোমার নয়ন মেলে।
জনম জনম করছি যে সাধনা,
কালো মেয়ের চরণ তলে বসে আমি করছি সাধনা—।