Spread the love

শ্যামল রায়ের একগুচ্ছ সমাজের নানান বৈচিত্রতা নিয়ে কবিতার অক্ষর জুড়ে শুধুই কবিতার শ্বাস-প্রশ্বাস।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱💥💥💥
আপডেট
🌱🌱🌱🌱
গ্রামে বা শহরে
এখন একটাও নষ্ট মেয়ে নেই
এখন গ্রামে বা শহরে সকলেই শিক্ষিত
কাজ বাজ এর খোঁজে শুধুই আমরা আছি।
আমরা সকলেই জল মাটিতে বেড়ে ওঠা
ঝড় বৃষ্টি রোদ্দুরের প্রতিমা।
এখানে সব কিছুই সুন্দর
শুভ সকাল শুভ রাত্রি
যারা বুঝেও বোঝেনা
তাদের কাছে সংজ্ঞাটা অন্য।
পাঁচ মাথা মোড় এর দিকে
শুধুই মিথ্যা কারবার
সবটাই সত্যি বাজারে চালু
ভাঙছে তবুও দাঁড়িয়ে আপডেটে
কবিতা লিখতে হবে
এসব কথা বলতেই হবে
কেউ জানুক বা কেউ শুনুক।
এখন একটাও নষ্ট মেয়ে নেই
গ্রামে বা শহরে
এটাই আজব চোখে দেখা ভালো-মন্দ
বাজারে চালু নাম আপডেট।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দ্বিতীয় কবিতা
পাল্টে যেতে দেখেছি
ভালোবাসার ভিতরে বড় অন্ধকার থাকে
প্রথমে কেউ বুঝে উঠতে পারে না
তবে প্রত্যেকের বুকের ভিতরে টিপটিপ করে
আমার এখনো করে ।
জানি বুঝি কিন্তু পিছপা হতে পারিনি
বদলে যেতে পারিনি
কিন্তু অনেককে পাল্টে যেতে দেখেছি
বেঁচেও মরার মতো অনেককে দেখেছি
বাঁচার মত বেঁচে থাকার মানুষের খুব অভাব
তবুও দেখছি ভালোবাসার ভিতরে
শুধুই অন্ধকার আর অন্ধকার।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তৃতীয় কবিতা
যার যার তার তার
সকাল রোদ্দুর
গায়ে না মিশলে
চিন্তা বেড়ে যায় দীর্ঘাকার।
ভাবি কখন ফুল গাছে
ভালোলাগা অক্ষর গুলো
সব ফুলে দেখে নেব।
ভালোলাগা- ভালোবাসা যার যার তার তার–
কারণ এটা একটা হাটের মতন
এটা জন্য একটা শহর
এটা যেন এক একটি গ্রাম কাহিনী
এক একটা এক একটার মতন।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চতুর্থ কবিতা
কিছু কথার কথা

হাত ধরে পথ হাঁটলে
খুঁজে পাওয়া যায়
অক্ষত সব ভূমিগুলো
ঘুমিয়ে পড়ার জরুরি তলব
ভুলে যাই
ভুলতে পারি প্রতিটি সকালের জন্য
কি হতে পারে কি হয় না
গভীরতা খুঁজতে গেলে
মেজাজটাই হারিয়ে ফেলতে হয়
হয়ে যেতে হয় সম্পর্কহীন
দড়ি ছেঁড়ার মতন জীবনের অর্থটা



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পঞ্চম কবিতা
তুমি কি বোঝনা?

ঘুম ভেঙে গেলে
অগোছালো ঘর গুছিয়ে রাখি আজও
শুধুই সুন্দর রাখার জন্য।
গোছানো সবকিছু সব ভেসে গেলে
টিউশনি ভুলে যেতে হয়।
হারিয়ে ফেলতে হয় ভালোবাসাবাসি।
আমার চারপাশে যত ফুল আছে
আনন্দ লাগে
কিন্তু অস্তিত্বের রেখা বরাবর
সকালবেলা এঁকে দিতে গেলে
বিরোধ বাধে
দেখি চার পাশে আলো নেই
খিচুড়ির মতো থালায় পড়ে রয়েছি
তুমি কি বোঝনা?
তাই আজও রামধনু দেখে খুঁজে নিতে চাইছি সকাল ঠিকানা।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *