অভিমান
🌱🌱🌱🌱
🌱🌱🌱🌱
শ্যামল কুমার রায়
🌱🌱🌱🌱🌱🌱
শিউলি, তুই কৃষ্ণকলি
আর আমি? বেণীমাধব।
মালতীবালা স্কুল? থাক না হয়।
রাত ভোর ঝগড়া করে ক্লান্ত দু’জনেই
অথচ,ভোরের শিউলির মতোই তাজা তুই
কখন যে অভিমান সরিয়ে,
আঘাতগুলোকে লুকিয়ে
কখন কাছে চলে এলি-
জানতেও পারলাম না।
মুখ না দেখার- সেই রাতের প্রতিজ্ঞা?
শিশিরের জলে ধুয়ে,মুছে গেছে
শুধু থমথমে মুখ,আর জমা অভিমান।
সকালে অফিস, মনাই এর স্কুল, মায়ের ওষুধ
তোর দিন কেটে যায়,ব্যস্ততা আর উৎকণ্ঠায়
মনাই আর আমি ফিরে এলে,বড় নিশ্চিন্ত তুই
চেনা ছন্দে, শুধু তোর গিন্নিপনা
কিন্তু, রাতে? তোকে ছুঁতে চাওয়ার সেই মুহূর্তে!
কোন সে আবেশে, কান্না নেমে আসে?
মলিনতার শেষ, ভালোবাসাবাসির শুরু।
___________________________
আর আমি? বেণীমাধব।
মালতীবালা স্কুল? থাক না হয়।
রাত ভোর ঝগড়া করে ক্লান্ত দু’জনেই
অথচ,ভোরের শিউলির মতোই তাজা তুই
কখন যে অভিমান সরিয়ে,
আঘাতগুলোকে লুকিয়ে
কখন কাছে চলে এলি-
জানতেও পারলাম না।
মুখ না দেখার- সেই রাতের প্রতিজ্ঞা?
শিশিরের জলে ধুয়ে,মুছে গেছে
শুধু থমথমে মুখ,আর জমা অভিমান।
সকালে অফিস, মনাই এর স্কুল, মায়ের ওষুধ
তোর দিন কেটে যায়,ব্যস্ততা আর উৎকণ্ঠায়
মনাই আর আমি ফিরে এলে,বড় নিশ্চিন্ত তুই
চেনা ছন্দে, শুধু তোর গিন্নিপনা
কিন্তু, রাতে? তোকে ছুঁতে চাওয়ার সেই মুহূর্তে!
কোন সে আবেশে, কান্না নেমে আসে?
মলিনতার শেষ, ভালোবাসাবাসির শুরু।
___________________________