শ্বশুর বাড়িতে জামাই
ডঃ অরুণ চক্রবর্তী
******************
কিছু টিপস্। দীর্ঘ সে লিস্ট !
জামাইরা যেন আসামী,
বিনা বিচারে থাকে বন্দী;
সুখী আপেক্ষিকে, প্রাত্যহিকে দুঃখী !
বলে ওরা সরাসরি, জামাই বিদেশী,
অনাহূত যেন রবাহূত, কথা নামে;
শব্দের ফিস্ফিসে্, লুকোবার চেষ্টা ;
কি একটা! বোঝা যায়, খোলাখুলি!
এমন কি! বেড়াতে আসা যোধপুরী;
বৃদ্ধার মুখে; শুনেছে জামাই! প্রবেশের
কালে; মিটিং চলছে, এখন না এখন না!
কিন্তু কেউ, চক্ষুলজ্জায়!
বলেছিল, কি হয়েছে, আসুন আসুন না!
নিশ্চুপ কেহ কেহ, নীচু করে বসা মুখ!
চাঁদির লোভে, কারে প্রকারে, করেছে বন্ধ, নীতিবাগীশবোধহীন, মুখ!
এহেন, সংস্কারের গৃহে, হৃদয়ের কাঁচ ভাঙে প্রতিবার!
সহ্য অনেক বছরের,
মনের কেন্দ্রে ধর্মদাস, ধমকে করে সচেতন !
সন্মানহীনতা, লৌকিক মৃত্যু অপেক্ষা আরো অনেক হীন! সযত্নে, দিনু বিদায়, জীবাণু ভরা অস্তিত্ব গুলোকে।
যেন দিনে দিনে স্পর্ধার;
সীমা ছাড়িয়েছে! অবক্ষয়ের হুঁশহীন,
অকিঞ্চিতকর মানুষের!
তাই এমনই জামাই কূল করো না, পুনঃ ভুল,
বোধহয়, হয়েছে তৈরী,
তোমাদেরও হিট লিস্ট!
১. কখনো কোথাও কেউ থেকো না, শ্বশুরের ভিটে, অচিরেই হবে, দংশনে উদ্যত কালকেউটে!
২. দেখিও না টাকা বা বৈভব, পড়ে ওরা,
বৃথা লোভের ও আশার ঘুর্ণাবর্তে!
৩. তৈরী করিও এক অদৃশ্য কিন্তু সম প্রীতির মহা দূরত্ব!
৪, রেখো মুখে মুক্তি হাসি, রেখো দু’আঁখে, খুশির ঝিলিক! বাক্য সংকোচে!
৫. হতে থাক্ অতি সাধারণ অব্যক্ত দেখা,
আভ্যন্তরীণ সম্পর্কহীন।
৬. আপসে এলেও শত্রু, রেখো সতর্ক সীমায় নিজেকে, মনে রেখ, একবার হয়ে যা, বার বার ঘটাবে তা!
৭. এরা কেহ নহে, আত্মার আত্মীয় একমাত্র স্ত্রী ছেড়ে আর না দিও সম্মতি, সে যেমনই হউক, তোমার জন্য আছে শুধু তারই আকুতি।।
REGISTERED UNDER COPYRIGHT ACT 1976