Spread the love
*মে ডে*
✍️শোভা মণ্ডল✍️
বিশ্বের যত আছে – 
শ্রমিক, মজদুর, কিষান ভাই,
ওরাই তো যোগায় – জীবনের 
যাবতীয় উপাদান | ওরা যদি, 
এক বার মুঠো করে নেয় হাত, 
স্তব্ধ হয়ে যাবে, জীবনের গতি পথ…
পৃথিবীতে – সর্ব কালে, সর্ব দেশে, 
নিপীড়িত, বঞ্চিত, শোষিত ওরা, 
ওদের ঘাম-রক্তের স্রোতে, 
তুফান তুলেছে যত বার 
ভেঙ্গেছে কেবল ওদেরই ঘর দুয়ার |
শাসক মালিক, কারো টিকিটি ও 
ভেজেনি একটি বার |
খুলে দেখো পৃথিবীর ইতিহাস – 
বড় বড় স্তম্ভ নিয়ে দম্ভ যত শাসকের,
শ্রমিকের রক্তে লাল – সব নির্মান, 
তবুও ওদের পাতে নেই ভাত 
অন্ধ গলিতে, জীর্ণ কুটিরে 
ওদের কাটে – দিন রাত |
গণতন্ত্রের কথা শোনা যায়, 
আমরা নাকি, হয়েছি আজাদ,
চোখে তো যায় না দেখা, 
কোথায় সাম্যবাদ ?
হে আমার কিসান শ্রমিক, মজদুর ভাই 
শিরদাঁড়া সোজা করে, এক সাথে তোলো শির, 
খসে যাবে – গণতন্ত্রের মিথ্যে খোলস, 
ধসে যাবে মসনদ, 
‘সর্ষে ফুল’ দেখবে চোখে 
কোথায় পাবে এত সম্পদ ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *