Spread the love

শেষের কবিতা
স্মৃতিকণা বসু


পদ্মানদী পেরিয়ে যাব “সোনার তরী” বেয়ে
“তাসের দেশে” নেবে কি মোরে
তোমার “খেয়া” বেয়ে?

“নৌকাডুবি ” হয় যদি মোর
” মানসী ” তে চেপে,
পৌঁছে দেবে ” ফটিক” আমায়
” ছুটি”র অন্য দেশে।
আমি যদি হই ” সাধারণ মেয়ে”
তোমাদের জানাই সুপ্রভাত,
“শেষের কবিতা ” দিলাম তোমায়
আর কোরো না অশ্রুপাত।।

২৫ শে বৈশাখ
১৩৯৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *