কত বিনিদ্র রজনী নিদ্রাহীন চোখে
পরিশ্রমের স্বপনের ভেলায়
রঙিন প্রজাতিকে ধরার আশা
ছিল তোমার মনে।
মাঝপথে বীভৎস ভয়ংকর
রুদ্র মূর্তি নিয়ে এক কালবৈশাখীর
ঘূর্ণিঝড়ের দাপটে তোমার সাধের
ভেলা কোথায় হারিয়ে গেল
কোন দিন তাকে আর খুঁজে পাওনি।
বিপন্ন জীবন যৌবন আবেগে
ক্ষত বিক্ষত রক্ত ঝরেছে নীরবে
সেদিন তুমি বেহুঁশ।
এক মায়াবীনির প্রেমের সুধায়
তোমার সম্বিত ফিরে আসে।
তুমি তাকিয়ে দেখতে পাও
ওর চোখে জল।
এই সময়ের ব্যবধানে তোমাকে
কখন যে ভালোবেসেছে
সে জানে না।
তুমি স্বপ্নের ভেলার আশায়
ওকে উপেক্ষা করে ছুটেছিলে
ঐ দিগন্তের পানে।
নির্মম নিষ্ঠুর তুমি। ভালোবাসার
মূল্য দেওনি এতটুকু।
আজ স্মৃতির জানলায় বসে
তার কথা ভাবো শেষবেলা।
—————-