Spread the love

শিশু  সাহিত্যে অধ্যক্ষ
ড. সেকেন্দার আলি সেখ
পেলেন জাতীয় পুরস্কার

সংবাদ দাতা : বিশ্ব মানবতা দিবসের অনুষ্ঠানে শিশু সাহিত্যে জাতীয় পুরস্কারে ভূষিত হলেন শিশু সাহিত্যিক ও সুন্দরবন
বি এড কলেজের অধ্যক্ষ ড. সেকেন্দার আলি সেখ l তাঁর হাতে ” জুয়েল অফ নেশন অ্যাওয়ার্ড ” সম্মান ও ” পিলার অফ সোসাইটি” মানপত্র  দিয়ে সম্মান জানায় ভারত সরকারের সামাজিক বিচার  ও ক্ষমতায়ন মন্ত্রণালয় এবং নারী  ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়  নিবন্ধকৃত ” ন্যাশনাল আন্টি- ক্রাইম এন্ড হিউমান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া “l
ড. সেকেন্দার আলির হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেন মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে ফ্রান্সের প্রখ্যাত সাহিত্যিক মিঃ দোমিনিক ল্যাপিয়ের রচিত কলকাতা শহর কে নিয়ে লেখা
” সিটি অফ জয় ” উপন্যাসখ্যাত শিস সমাজসেবী প্রতিষ্ঠানের প্রাণ
পুরুষ ও সম্পাদক এম এ  ওহাব l সম্মান জানাতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক অমল নায়েক, প.বঙ্গ   কাউন্সিলের কার্যকারী সভাপতি সাদ্দাম আলি মোল্লা , সহকারী রাজ্য সভাপতি জসিমুদ্দিন মোল্লা, দক্ষিণ 24 পরগণা জেলার ডাইরেক্টর জেনারেল এস এম সামসুল ইসলাম ও নেপালের কাউন্সিল প্রতিনিধি পার্থ সরকার, বিশিষ্ঠ সাংবাদিক উজ্জ্বল বন্দোপাধ্যায়, ছড়াকার রিয়াদ হায়দার সহ অগণিত  গন্যমান্য ব্যক্তিত্ব l

ছবিতে – বামদিক থেকে সমাজসেবী শিক্ষারত্ন অমল  নায়েক, মানবতাকর্মী সাদ্দাম আলি মোল্লা , শিস সম্পাদক এম এ ওহাব, জেলার ডাইরেক্টর জেনারেল এস এম সামসুল ইসলাম l ” জুয়েল অফ নেশন ” পুরস্কার নিচ্ছেন শিশু সাহিত্যিক ড. সেকেন্দার আলি সেখ l