Spread the love

বাইশের শ্রাবণের শ্রদ্ধাঞ্জলি

 

শিরোনাম– রবি হারানোর কান্না
কলমে–নীতা কবি মুখার্জী
8/8/2023 (বাইশে শ্রাবণ)

আমাদের রবি চলে গেছে তাই, চারিদিকে বড় হাহাকার,
হে ক্ষণজন্মা পুরুষ! অমর কীর্তি, বাঙালির ঘরে এসো আবার!

জোড়াসাঁকোর ঠাকুর-বাড়ীর অতি এক শুভক্ষণে,
জন্ম নিলেন কবির রাজা বিশ্ব-ভুবন জানে।

পাঠশালাতে মন বসে না,প্রকৃতি তাঁহারে চায়,
বিশ্ব-প্রকৃতির স্নেহাঞ্চলে পাঠ নিলেন তিনি ,তায়।

আমরা পেলাম আশ্রম-সম শান্তির শান্তিনিকেতন,
সজীবতা আর সুন্দরে ভরা চেতনার উন্মোচন।

নিয়মাবদ্ধ পুঁথি না পড়ে, পড়লেন নানা পাঠ,
বিদ‍্যাদেবী খুশী হয়ে তাঁর মাথায় দিলেন হাত।

মায়ের আশীষ মাথায় নিয়ে লেখেন কবিতাগুলি,
গানে গানে আর গল্পে, কথাতে ভরলেন নিজ ঝুলি।

কাদম্বরীর প্রিয় সখা তুমি, সৃষ্টি-সুখের দিনে,
অপূর্ব সব সৃষ্টি করেছো তোমার লেখনী গুণে।

বাংলা ভাঁড়ার পূর্ণ হলো কবিতা, গান আর রচনায়,
বিশ্বকবির বিজয়ী মালাটি তাঁরই গলায় শোভা পায়।

কবির গুরু বিশ্বকবি, বিস্ময় জাগে মনে,
উন্নত হলো বাঙালির শির তাঁরই করুণা দানে।

মালা-চন্দনে অঞ্জলি দিই, শ্রদ্ধায় বুক ভরি,
সুখ-দুখ, প্রেম, শোকে ও ব্যথায় তোমার গানই করি।

বাইশে শ্রাবণে চলে গিয়েছিলে সবার দুচোখ ভাসিয়ে,
বাঙালি-হৃদয়ে বেঁচে থাকবে তুমি অপার আশীষে ভরিয়ে।

কালো মেঘে ভরা শ্রাবণ আকাশে ডুবেছে মাটির রবি,
শ্রাবণের ধারা অশ্রু-ধারায় আকুল হয়ে এঁকেছিল জলছবি।

****************

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *