. শিবুদা
ডঃ অরুণ চক্রবর্তী
লাফিং ক্লাব থেকে ফ্রান্স ভ্রমণ,
তোমার হলো সংক্ষিপ্ত যাত্রা,
দায়ী শুধু শিবুদা।
করোনা বিড়ম্বিত, প্লাস্টিক ব্যাগের;
কালো চাদরে মোড়া, মাত্র মৃতদেহ শিবুদা!
চেনে যারা তোমায়, প্রতিক্রিয়ায় হয়েছিল সরব!
যেতে পারো তুমিও! ইওরোপে!
ঐ ছোট্ট দেশ টিকেও দেখে, কেউ জানবেনা,
কিভাবে ফ্রান্সের ভিসা,
কেমন করে করেছো স্পনসর, প্রকট হয়ে ওঠা
ঐ মহাপথের যাত্রী, নিশ্চয় শিবুদা!
স্বতন্ত্র মানুষ, শুনেছি বিজ্ঞানী, ভালো মানুষ, আলাপ ‘দু মিনিটও’ না, চলছিলো কোনদিন; রম্য কথা, লক্ষ্য করেছি, তোমার ঐ আলাপে ছিল, দারুণ অনীহা!
যদি আরো জেনে যাই, বা বন্ধু হয়ে পড়ি!
চাওনি অন্তর্ঘাতি, অন্তরঙ্গতা! মিথ্যে ছিলো,
তোমার ভীতি, আমি যেচে করিনা প্রীতি,
কারো ধার করা পরিচয়!
তোমার কুটিল জটিল মনে, শুধু দ্বন্দ্ব ভরে,
অবিমৃশ্যকারীতা; মেশে সদা সময়!
বন্ধুত্ব
তোমার না ক্ষয়ে যায়!!
আহা! চটে যেওনা, বড়ই স্বাভাবিক,
পায়না যারা কিছু, নাহি সারবস্তু মননে;
তাদের প্রতিক্রিয়া, এমনি বোধহয়!
প্রার্থনা করি, জুটুক আরো শিবুদা,
ক্লান্তি হীন পথে, চলার চশমাতে,
দেখো পরবর্তীতে আসে কে?
আবার নাকি রেসারেকটেড শিবুদা!
না কোন আরেক, সন্তুষ্টির “দেবুদা”!!
(REGISTERED UNDER COPYRIGHT ACT, 1976)