#আমার দুর্গা নারী
🌱 🌱 🌱 🌱 🌱
#শিপ্রা দে
🌱🌱🌱🌱
দুর্গারা আজ নেই পিছিয়ে স্বমহিমায় আগে
লাঙল,খুন্তি,কলম,নিয়ে অস্ত্র হাতে জাগে।
লাঙল,খুন্তি,কলম,নিয়ে অস্ত্র হাতে জাগে।
আমার দুর্গা জ্যান্ত আগুন বহ্নিশিখা নারী
সর্ব দিকে শিক্ষিত আজ দিচ্ছে বিদেশ পাড়ি।
সর্ব দিকে শিক্ষিত আজ দিচ্ছে বিদেশ পাড়ি।
ঘোমটা মাথার শাড়ি ছেড়ে জিন্স,টপ,টাই পড়ে
নয়টা পাঁচটা এম.এন.সি তে কর্পোরেটে জব করে।
নয়টা পাঁচটা এম.এন.সি তে কর্পোরেটে জব করে।
রাজস্থানের আমার দুর্গা ঘরবাড়ি তাঁর ছাড়ি
জল আনতে যায় মাথায় ঘড়া দু-ক্রোশ দেয় সে পাড়ি।
জল আনতে যায় মাথায় ঘড়া দু-ক্রোশ দেয় সে পাড়ি।
পূবের আলোয় মাথায় ঝুড়ি বেরিয়ে যায় কাজে
সেই নিশীথের অন্ধকারেই আমার দুর্গা বাজে।
সেই নিশীথের অন্ধকারেই আমার দুর্গা বাজে।
এসিডদগ্ধ ঝলসে গেছে হাল ছাড়েনি তবু
এগিয়ে গেছে অনেক আগে পিছে হাঁটে নি কভু।
এগিয়ে গেছে অনেক আগে পিছে হাঁটে নি কভু।
চুড়ি পড়েও কাস্তে হাতে সোনালী ধান ফলায়
আমার দুর্গা আওয়াজ তোলে প্রতিবাদী গলায়।
আমার দুর্গা আওয়াজ তোলে প্রতিবাদী গলায়।
আমার দুর্গা এগিয়ে গেছে অলিম্পিকের মাঠে
ঝান্ডা হাতে দুর্গা আমার সবার আগে হাঁটে।
ঝান্ডা হাতে দুর্গা আমার সবার আগে হাঁটে।
আমার দুর্গা গর্বিত আজ নিজের কাজে মগ্ন
মুখোশ ছিঁড়ে অসুর করে বে-আব্রু আর নগ্ন।
মুখোশ ছিঁড়ে অসুর করে বে-আব্রু আর নগ্ন।
ঘরবন্দি আমার দুর্গা রাস্তা খোঁজে নিজে
অসীম বুদ্ধি মশাল হাতে বাঁচে নিজের তেজে।
অসীম বুদ্ধি মশাল হাতে বাঁচে নিজের তেজে।
আমার দুর্গা লড়তে শেখে অসুর গুলোর সাথে
বাঁচার জন্য দু-চোখ খুলে বন্দুক রাখে কাঁধে।
বাঁচার জন্য দু-চোখ খুলে বন্দুক রাখে কাঁধে।
আগামী দিনে আমার দুর্গা চোখের জল আর ফেলবে না
পুরুষতান্ত্রিক সমাজকে আর মাথায় তুলে রাখবে না।
পুরুষতান্ত্রিক সমাজকে আর মাথায় তুলে রাখবে না।
নেই দূর আর সেদিন দেখার নারী বিজয় দিবস
আসবে ধরায় চিন্ময়ী যে আমার দুর্গা নিকষ।
আসবে ধরায় চিন্ময়ী যে আমার দুর্গা নিকষ।