Spread the love

শারদীয়ার রব উঠেছে
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
   ওয়াহিদা খাতুন 

শারদীয়ার রব উঠেছে আকাশে বাতাসে,
নদীর কূলে ভরে গেছে সাদাফুলে কাশে,
ধুম পড়েছে সবার মনে ঘর গুছানোর তাড়া,
শরৎ মেঘে বলছে উমার পদধ্বনির সাড়া।
শঙ্খধ্বনি,উলুধ্বনির পড়ে গেছে ধুম,
রাঙা চরণ পড়বে ঘরে নেইকো চোখে ঘুম।
ত্রিশূল সহ দশ অস্ত্র নিয়ে দেবি হাতে,
সরস্বতী,কার্তিক,গণেশ,লক্ষ্মী নিয়ে সাথে।
ধুনুচি আর ঢাকের তালে বিজয়ার-ই সুর,
উমা দশভুজা দূর্গা হয়ে বধে অসুর।
কৈলাশেতে উমাপতি প্রহর গুনে মরে,
অসুর নিধন করে উমা ফিরবে স্বামীর ঘরে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

কবি পরিচিতি ঃ
ওয়াহিদা খাতুন ( Wahida Khatun), শিক্ষিকা এবং একই সাথে বাংলা ও ইংরেজী ভাষায় লেখিকা। দুটি পেশা বলা যায়। Zodiak Muzik – রেকর্ডিং কোম্পানি থেকে অডিশনে নির্বাচিত স্টাফ গীতিকারদের মধ্যে একজন। ভারত ]


 রচনাকাল:-০৩/১০/২০২২ সন্ধ্যা ০৫ টা ৫৬ মিনিট।। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *