শিরোনাম–শান্তির খোঁজে
কলমে–নীতা কবি
🌾🌾🌾🌾🌾🌾🌾
শান্তি ! ওরে শান্তি কোথায় আছে?
শান্তি কোথায় পাবি?
শান্তি আছে মনের ভিতর ,
খুঁজে নে তার চাবি।
পরের দুখে দুখী হলে তবেই পাবি শান্তি
পরের দেখে হিংসে করলে ডেকে আনবি অশান্তি।
পথের মাঝে দুঃখী ছেলে মাগে দুটি ভাত
ক্ষুধা পেটে অন্ন দিয়ে মাথায় রেখো হাত।
অসহায় যে বৃদ্ধ-বাবা পথে বসে কাঁদে
পাশে গিয়ে দাঁড়িও ভাই, হাতটি রাখো কাঁধে।
এটুকু যদি করতে পারো শান্তি আসবে মনে
ঈশ্বরের আশীর্বাদ পাবে তুমি এ জীবনে।
ধর্ম নিয়ে মারামারি আর হানাহানি শুধু করে
অশান্তিকে ডেকে এনে শুধুই মানুষ মরে।
যত মত তত পথ আছে,মানো যদি ভাই
সবার প্রতি ভালোবাসা শান্তি আনবে তাই।
অসন্তুষ্টি, অসহিষ্ণু আর অহঙ্কারী হলে
ঈশ্বর দেন দুঃখের বোঝা, রাখেন রোষানলে।
যার যা ভাগে পেয়েছো ভাই, তাতেই খুশী থাকো
ভাগ্যকে দোষী করলে কিছুই মিলবে নাকো।
ঈশ্বর মঙ্গলময়, তাঁকেই শুধু ডাকো
সকল অভাব পূরণ হবে, ধৈর্য্যটুকু রাখো।
পরনিন্দা, পরচর্চা, পরের দোষ দেখা
অশান্তিতে ভরে যাবে, হয়ে যাবে একা।
সৎপথে থাকলে জীবন সুখে ভরে যাবে
অসৎপথের টাকা-কড়ি ফুৎ-কারে উড়ে যাবে।
দুদিনের ধনী হয়ে নিজেকে ভাবো মহান?
খোদার উপর খোদ-দারী সয় না ভগবান।
অলীক স্বপ্ন ছেড়ে যদি করো পরিশ্রম
জীবন হবে শান্তি ভরা, মানুষ উত্তম।
কু-সঙ্গ, কু-দৃষ্টি, কুৎসা কদাচার
শান্তি পাবার জন্য খালি করো সদাচার।
মানব জনম শ্রেষ্ঠ জনম, ইষ্ট ভজ ভাই
শান্তি পাবার সহজ উপায় আর তো কিছু নাই।
***********************************