Spread the love
শস্য শ্যামল কবি  🧚🏻‍♂️🍀🌾
  ——————————–
  — ঋদেনদিক মিত্রো 
শ্যামল বাবু,  শস্য শ্যামল কবি বড়,  
সকলে তাঁর কবিতাকে আগলে পড়ো,  
গ্রাম গঞ্জের ছবি এঁকে,  
অনবদ্য ছন্দে রেখে,   
কত রকম দৃশ্য গুলো করেন জড়ো,  
শ্যামল বাবু,  শস্য শ্যামল কবি বড় !  
সত্যেন্দ্রনাথ দত্তের পর   
      এলেন জসিমউদ্দিন,  
গ্রাম পল্লীর বিষয় নিয়ে  
      রস দিয়েছেন সৌখিন,  
তাঁদের পরে একচেটিয়া  
গ্রামগঞ্জের ছবি দিয়া  
মুগ্ধ করা ছন্দ,  ভাষায়,  
গ্রামের প্রতি ভালোবাসায়,   
    যাঁর  লেখাটা তাঁদের মত সফল,  
    তিনি কবি শ্যামল মন্ডল !    
একই সাথে,  কাব্যপট
    পত্রিকার  প্রতিষ্ঠাতা,  
ওয়েবসাইট ও মুদ্রিত 
   এক নামে দুই  পত্রিকা,   
বিশ্বজুড়ে নানা দেশে  
   পাঠক হাজার-হাজার–
পড়েন খুবই যত্ন নিয়ে—  
   খুবই ভালো বাজার,   
বঙ্গের সন্তান হলেও  
    গুজরাটে তাঁর কর্ম,  
দূরত্বেরই জন্য হয়না  
     সঠিক গৃহ ধর্ম,  
এতো রকম চাপে,  কাজে,  
নানা রকম বাক্য-ভাঁজে  
    আনেন ভাব ও ভাষা,  
সাহিত্যেরই প্রতি এতো  
    গভীর ভালোবাসা !  
লেখাটাকে করতে নিখুঁত,  
    করেন কঠিন শ্রম,  
এতো রকম দিক সামলে  
    কী করে দেন মন — 
ভাবতে গেলে চোখে আসে জল,  
     কোন সে-গভীরতার স্বাদে  
       ডোবেন যে অতল !   
মন মেজাজে নম্র নরম,  
   হয়ে ওঠেন বন্ধু পরম, 
      শস্য শ্যামল কবি শ্যামল মন্ডল !  
—————————————–
( 12: 15 AM,  31 জুলাই 2020,  লক ডাউন,  by Ridendick Mitro )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *