শরীর
হামিদুল ইসলাম।
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জল থেকে প্রাণ প্রবাহ
গ্রেনফেল টাওয়ারে লেগে আছে শরৎ
কথাগুলো সাজাতে গিয়ে দেখি ঈশ্বরের হাতে তুমি
বারবার জন্ম নিচ্ছো
প্রতিমা হয়ে ।।
তোমার পায়ে অশথ সকাল
উঠোনে শিউলি সুবাস
স্বপ্নগুলো ফুল হয়ে ঝরে পড়ে তোমার বোবা সংলাপে ।।
মায়াবী রাত কল্পতরু
চাঁদ ভাঙে নির্জন ধানসিঁড়ি
শান্ত ছাতারে শালিক কাঠের মোরগ
আমরা ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছি ছায়াডোবা জোনাক ।।
বদলে যাচ্ছে জীবনের ধারাপাত
নির্বেদ বৃক্ষদিন
শঙ্খবেলার ক্লান্তির রোদ তোমার ঠোঁটে মাতন তোলে
আমার শরীরময় ।।
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
_____________________________________
[…] / […]