লোকগান- এ জীবনে ঠোকে-ঠোকে সময় কেটে যায়
——————————————
ঋদেনদিক মিত্রো
ওরে, এ জীবনে ঠোকে-ঠোকে
সময় কেটে যায়,
কে যে কাকে কোন কায়দায়
কিভাবে ঠকায়।।
ছোট, বড় সবার মাথায়
ঘুরতে থাকে খেলা,
কে কার কী ছিনিয়ে নেবে
কায়দাবাজির ঠেলা,
এরই নাম বেঁচে থাকা,
কে কার কেড়ে নেয়,
ওরে, এ জীবনে ঠোকে-ঠোকে
সময় কেটে যায়।।
ঘরে, বাইরে সব জায়গায়
ঠকানোরই অংক,
মানুষ কেমন সুখ পায় রে,
সবাই হয়ে যন্ত্র,
কে যে খাঁটি, কে যে ভেজাল,
সেটাই বোঝা দায়,
ওরে, এ জীবনে ঠোকে- ঠোকে
সময় কেটে যায়।।
ঠকালে তো বিবেক জ্বলে–
বোঝে মহৎ মন,
সৎ মানুষের কত বাধা —
তাই তো আজীবন,
ওরে, পৃথিবীটা বাঁচবে কেমন,
মনটা কেঁদে যায়,
ওরে, এ জীবনে ঠোকে-ঠোকে
সময় কেটে যায়।।
———————————————-
(৯–৪৬ রাত্রি, ৩ আগষ্ট ২০২২)
ঋদেনদিক মিত্রো (Ridendick Mitro) পেশায় ইংরেজী ও বাংলাভাষায় কবি-উপন্যাসিক-গীতিকার- কলামনিষ্ট। কলকাতা, ভারত।
———————————————-