Spread the love

লেখার জন্যে/ সত্যেন্দ্রনাথ পাইন।

লেখার জন্যে একটা প্রেম চাই
    একটা নিখাদ বিরহ চাই।

যে প্রেমে থাকবে অস্থিরতা, আকাঙ্ক্ষা
বারবার কাঁদাবে – মনের দরজার পাশে
     বসে রূপসী বধুর মতো
    “আবার আসছি  বলে”–

সে কিন্তু আসবে না, আসলেও দেবে না ধরা
    ধরতে গেলেও হাত ফসকে ছিটকে যাবে
   মেঝেতে পড়ে, নয়তো ভিক্টোরিয়ার সবুজে।

বিরহের শুরু হবে — দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে
              হবে জটিল ভগ্নাংশে পরিণত
    লেখা জমকালো হয়ে ধরা পড়বে
                   তখনই
সাদা ধবধবে কাগজে- হয়ে  কালীমালিপ্ত।

সেই প্রেমের উপাখ্যান আর তৈরি হয়না আজ
           বিরহও তাই ঘটেনা
লেখা আসবে কেন ঐ কোরা কাগজের
           আস্তানায়!?
উদ্বেগ উদ্গীরন নেই, নেই হাহুতাশ, আক্ষেপ
    নেই বঞ্চনা, নেই প্রলোভন
   শুধুই সময় কাটানোর ফিকির !

লেখা ঘর ছেড়ে বাইরে আসবে কেন?

হে কলমচি, কলম তোমার বিদ্রোহী হতে পারেনি।  হতে পারবেও না। যদি
        প্রেম বিরহ না আসে
           না হয় মিলন।
     
         লেখার জন্যে চাই……
        এক আকাশ মুগ্ধতা…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *