লড়াই
মুস্তারী বেগম
এদেশ তোমার জন্মভূমি
তোমার নামাজ পাটি
তোমার বাপের খানকা দলিজ
মায়ের রান্না বাটি।
দেশ ছেড়োনা ভুলেও তুমি
মরলে হেথায় মরো
বিশাল আকাল
অনেক বাতাস
তোমার হাড়ে জরো।
শরনার্থী উদ্বাস্তু
করুণার সঙ্গে নাম
নিজের ভিটেই লড়াই করো
অল্প হলেও দাম।
মাটি কামড়ে পরে থাকো
যত আঘাত আসুক নাকো
করো সকল কাম।
দেশ ছেড়োনা ভুল করেও
এ দেশ তোমার জান লড়েও
প্রমাণ দিকে ভাই
চোদ্দো পুরুষ তোমার ভিটে
সাদার চাবুর বয়েছে পিঠে
তোমার পূর্বপুরুষ।
নিজেকে তুমি তৈরী করো
শিক্ষা সবার থেকে বড়
প্রমাণ দাও মানুষ।